নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে! পহেলগাঁওয়ে উত্তাপের মধ্যে পুলওয়ামায় জড়িত থাকার কথা স্বীকার পাক বায়ুসেনার

পুলওয়ামায় হামলায় পাক যোগের কথা স্বীকার করল পাকিস্তানের বায়ু সেনাবাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan air force

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে নিরাপরাধ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। ঘটনায় সারা দেশ ক্ষোভের আগুন ফুঁসছে। ভারত প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনা আধিকারিকরা ২০১৯ সালে পুলওয়ামায় আধা সামরিকবাহিনীর ওপর হামলায় জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের তরফে জানানো হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বিস্ফোরক মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, "পুলওয়ামায় আমাদের কৌশলগত দক্ষতা তাদের বোঝানর চেষ্টা করেছ।" প্রসঙ্গত, এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ পাক বায়ুসেনার মুখপাত্র। 
Indian army