New Update
/anm-bengali/media/media_files/2025/04/11/bMk87GABAysO3n5VtAPF.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে নিরাপরাধ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। ঘটনায় সারা দেশ ক্ষোভের আগুন ফুঁসছে। ভারত প্রত্যাঘাত হিসেবে অপারেশন সিঁদুর শুরু করেছে। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনা আধিকারিকরা ২০১৯ সালে পুলওয়ামায় আধা সামরিকবাহিনীর ওপর হামলায় জড়িত থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েছে। পাকিস্তানের তরফে জানানো হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বিস্ফোরক মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, "পুলওয়ামায় আমাদের কৌশলগত দক্ষতা তাদের বোঝানর চেষ্টা করেছ।" প্রসঙ্গত, এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ পাক বায়ুসেনার মুখপাত্র। /anm-bengali/media/media_files/7D3fk2hWUpJtwME3XC9y.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us