পাকিস্তান কি ফের বড়সড় হামলার ছক কষছে? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ফের জঙ্গিঘাঁটি তৈরি করতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
terrorist pakistan

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গিবিরোধী অভিযানে যখন ভারতীয় সেনাবাহিনী বড়সড় সাফল্য অর্জন করছে, তখন পাকিস্তান ফের পুরনো রাস্তায় হাঁটছে। নতুন করে গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র—পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) গত ৯০ দিনে অন্তত ১৫টিরও বেশি জঙ্গি ক্যাম্প এবং লঞ্চপ্যাড তৈরি হয়েছে।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এ ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটিগুলি ফের গড়ে তুলতে সক্রিয় হয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI)। পাকিস্তানের বিভিন্ন সরকারি সংস্থাও এই কাজে প্রত্যক্ষভাবে সাহায্য করছে। জানা যাচ্ছে, কেল, শারদি, দুধনিয়াল, আথমুকাম, জুরা, লিপা ভ্যালি, তান্দাপানি, নয়ালি, জানকোট ও চকোথি-সহ একাধিক এলাকায় পুনরায় তৈরি হচ্ছে জঙ্গি ঘাঁটি।

pakistani taliban

শুধু তাই নয়, জম্মু অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত বরাবর মাসরুর, চপ্রার এবং শাকরগড়ে একটি ড্রোন সেন্টার-সহ মোট চারটি লঞ্চপ্যাড নতুন করে সক্রিয় করার চেষ্টাও চলছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, এবার এই জঙ্গিদের মোতায়েন করা হচ্ছে অনেক বিস্তৃত এলাকায়, যাতে তারা সহজে ভারতীয় সেনার নজরে না আসে। কারণ, ভারত আগেই জানিয়ে দিয়েছে ‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ নয়। ফলে ভবিষ্যতে আরও বড়সড় অভিযান হতে পারে বলেই আশঙ্কা করছে জঙ্গিরা।

ভারতের নিরাপত্তা সংস্থাগুলি এখন গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলেছে এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।