/anm-bengali/media/media_files/2025/05/03/UObETAjF1XdUqIBVS9LO.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের উরি সেক্টরের বারামুলা জেলায় নিয়ন্ত্রণরেখার (LoC) কাছে টিকা পোস্ট এলাকায় সন্ত্রাসবাদীদের বড়সড় অনুপ্রবেশের চেষ্টা এবং বর্ডার অ্যাকশন টিম (BAT)-এর হামলা ভারতীয় সেনা ব্যর্থ করে দিয়েছে। ঘটনাটি ঘটে ১২ ও ১৩ আগস্ট রাতের মধ্যে, যখন ১৬ সিখ এলআই (০৯ বিহার অ্যাডভান্স পার্টি)-এর দায়িত্বাধীন এলাকায় এবং উরি থানার অধিক্ষেত্রে এই হামলার চেষ্টা হয়।
পাকিস্তান-ভিত্তিক জঙ্গিরা একটি অগ্রবর্তী পোস্টে BAT হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু সতর্ক ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়ে তাদের অনুপ্রবেশ পরিকল্পনা নস্যাৎ করে দেয়। এই অভিযানে দু’জন সাহসী ভারতীয় সেনা শহিদ হন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/06/1umT8AWMfSD6dNXXXyqf.jpg)
ঘটনার পর পুরো এলাকায় বড়সড় ঘেরাও ও তল্লাশি অভিযান চালানো হয়, কারণ ধারণা করা হচ্ছে জঙ্গিরা অন্ধকারের সুযোগ নিয়ে আশপাশে লুকিয়ে আছে। ভারতীয় সেনার তৎপরতায় বড়সড় ক্ষতি থেকে দেশ রক্ষা পেলেও শহিদ দুই সেনার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us