"অধিকার চাই, দয়া নয়!" — রিজিজুর মন্তব্যে তীব্র প্রতিবাদ, ওয়াইসির বিস্ফোরক জবাব

কিরেন রিজিজুকে তীব্র আক্রমণ করেলন আসাদুদ্দিন ওয়াইসি।

author-image
Tamalika Chakraborty
New Update
Asaduddin Owaisi

নিজস্ব সংবাদদাতা:  সোমবার নতুন করে উত্তেজনা ছড়াল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কথার লড়াইয়ে। বিতর্কের সূত্রপাত রিজিজুর এক মন্তব্য থেকে, যেখানে তিনি দাবি করেন—ভারতে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠের তুলনায় বেশি সুবিধা ও সুরক্ষা পান।

এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ওয়াইসি পাল্টা আক্রমণ করেন রিজিজুকে। তিনি বলেন, “এটা অধিকার, করুণা নয়।” তিনি আরও অভিযোগ করেন, সংখ্যালঘুদের অধিকার নিয়ে রিজিজু একজন শাসকের মতো আচরণ করছেন। রিজিজুর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে ওয়াইসি বলেন, “আপনি সংখ্যালঘু-বিরোধী মন্ত্রী হয়ে উঠেছেন।”

kiren rijijukl.jpg

আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে ওয়াইসি দাবি করেন, “আজকের ভারতে মুসলিমরা আর নাগরিক নয়, তারা একরকম বন্দি। আমরা আমাদের অধিকার চাইছি, দয়া নয়।” এই সংঘাতের প্রেক্ষিতে দেশের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।