যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে তৎপর ভারত সরকার! ‘অপারেশন সিন্ধু’তে নিরাপদে ফিরলেন ৪,৪১৫ জন!

ইজরায়েল ও ইরান থেকে ৪,৪১৫ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
peration sindhu


নিজস্ব সংবাদদাতা: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সরকার এক প্রশংসনীয় মানবিক উদ্যোগে সম্পন্ন করল ‘অপারেশন সিন্ধু’-এর প্রথম পর্ব। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ও বিদেশ মন্ত্রকের নেতৃত্বে এই বিশাল উদ্ধার অভিযানে ইরান ও ইজরায়েল থেকে মোট ৪,৪১৫ জন ভারতীয় নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৮ জুন থেকে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে ইরান থেকে ৩,৫৯৭ এবং ইজরায়েল থেকে ৮১৮ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। উদ্ধার কাজে ১৯টি বিশেষ বিমান ব্যবহার করা হয়, যার মধ্যে তিনটি ছিল ভারতীয় বায়ুসেনার বিশাল C-17 এয়ারক্রাফ্ট।

iran

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “এই উদ্ধার প্রক্রিয়া সরকারের সেই অঙ্গীকারেরই প্রতিফলন—যেখানে বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ সবসময় অগ্রাধিকার পায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনায় ‘অপারেশন সিন্ধু’ আরও একবার সেই অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ।”

উল্লেখযোগ্যভাবে, আন্তর্জাতিক অশান্তির মধ্যেও এত দ্রুততা ও সুশৃঙ্খলভাবে এই পর্ব সম্পন্ন করায় বিদেশমন্ত্রকের তৎপরতা ও বায়ুসেনার পারদর্শিতা নিয়ে দেশজুড়ে প্রশংসা চলছে।