ধারালিতে সেনার অবিশ্বাস্য অভিযান—মৃত্যুর মুখ থেকে ১৯০ জনকে উদ্ধার!

উত্তরাখণ্ডের ধারালি থেকে ১৯০ জনকে উদ্ধার করল ভারতীয় সেনা।

author-image
Tamalika Chakraborty
New Update
uttarakhand a


নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশীর বন্যা বিধ্বস্ত ধারালি গ্রামে চলছে নজিরবিহীন উদ্ধার অভিযান। ভয়াবহ বন্যা ও ভয়াল ধ্বংসযজ্ঞের মাঝে ইতিমধ্যেই ১৯০-র বেশি মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছে ভারতীয় সেনা, এনডিআরএফ, আইটিবিপি ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা। সেনাবাহিনী দ্রুত স্যাটেলাইট ও রেডিও রিলে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে, যার ফলে আটকে পড়া মানুষ স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

uttarakhand flood

উদ্ধার পাওয়া গ্রামবাসীরা আবেগাপ্লুত হয়ে সেনা ও উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন, জীবন বাঁচানোর পাশাপাশি দ্রুত যোগাযোগ পুনঃস্থাপনের কাজ তাদের মনোবল ফিরিয়ে দিয়েছে এবং বাইরের দুনিয়ার সঙ্গে পুনরায় যুক্ত করেছে। সেনাবাহিনী এখন স্থানীয় সংযোগ ফিরিয়ে আনতে স্থায়ী যোগাযোগ লাইন বসানোর কাজও করছে।

এদিকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে, যেখানে ৫ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যার পর থারালি গ্রামের চারপাশের ধ্বংসচিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে পরিস্থিতি এখনও আশঙ্কাজনক—জাতীয় সড়কের একাধিক স্থানে মাটি ধসে পড়ছে, সড়কে ফাটল ক্রমেই প্রশস্ত হচ্ছে, যা গোটা অঞ্চলের জন্য বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে।