ভারী বর্ষণে বিপদ আসছে? ৩ ঘণ্টায় কী হতে চলেছে মুম্বইতে?

ভারী বৃষ্টিপাতের জন্য মুম্বই ও থানেতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy raijn gujarat

নিজস্ব সংবাদদাতা: সোমবার দুপুর থেকে টানা ভারী বৃষ্টিতে ভিজেছে মুম্বই। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) মুম্বই ও পালঘরের জন্য জারি করেছে ‘কমলা সতর্কতা’ (Orange Alert)। পাশাপাশি, আগামী তিন ঘণ্টার জন্য থানে ও রত্নগিরির জন্য দেওয়া হয়েছে ‘লাল সতর্কতা’ (Red Alert)। অর্থাৎ, এই অঞ্চলগুলিতে আগামী কয়েক ঘণ্টায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে বলেই সতর্কবার্তা।

heavy rain  in tamil nadu.jpg

গত দু’ঘণ্টা ধরে মুম্বই শহর ও আশেপাশের উপনগরগুলিতে একটানা বৃষ্টি চলছে। তবে এখনো পর্যন্ত বড় ধরনের জলজট বা জলাবদ্ধতার খবর নেই। শহরের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবা চলছে স্বাভাবিক গতিতে। পাশাপাশি, রাস্তাঘাটেও যান চলাচল মোটামুটি ঠিকঠাক চলছে, যদিও প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কিছুটা কমেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টা মুম্বই ও পার্শ্ববর্তী অঞ্চলে একই ধরনের বৃষ্টিপাত চলতে পারে। নাগরিকদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।