New Update
/anm-bengali/media/media_files/2025/10/19/om-birla-2025-10-19-23-49-42.png)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা স্পিকার ওম বিড়লা দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশে প্রত্যেকে যেন সেই দিনটি হাসি ও আনন্দে কাটান। তিনি বলেছেন, এই দীপাবলিতে সবাই একটি সংকল্প নিন, দেশের উন্নয়নে হাতে হাত মিলিয়ে কাজ করার। তাঁর মতে, দেশ ও সমাজের মধ্যে সত্যিকারের উন্নয়ন সম্ভব, যদি আমরা প্রত্যেকে নিজেদের আশেপাশের মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হই। বেড়ে ওঠা উদ্যম ও সহযোগিতার মাধ্যমে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন স্পিকার। এবার দেশজুড়ে দীপাবলির উৎসব নতুন আলো ও আশা নিয়ে আসুক—এই কামনা করেছেন ওম বিড়লা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/220ZGPivpNnRE5xBh8Gi.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us