ঘূর্ণিঝড়ের আগে সতর্ক ওডিশা! ছুটি বাতিল, খাবার মজুত, নালা পরিষ্কারে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর মন্ত্রীর

ঘূর্ণিঝড়ের সতর্কতায় ওডিশা সরকার সম্পূর্ণ প্রস্তুত। মন্ত্রী কৃষ্ণ চন্দ্র মহাপাত্র জানিয়েছেন, সব দপ্তরে ছুটি বাতিল করা হয়েছে, জলজমা ও নিকাশি ব্যবস্থার পরিদর্শন চলছে, ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো ও রান্না করা খাবার বিতরণের প্রস্তুতিও সম্পন্ন।

author-image
Tamalika Chakraborty
New Update
odisha

নিজস্ব সংবাদদাতা: ওডিশায় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রাজ্যজুড়ে জারি হয়েছে উচ্চ সতর্কতা। রাজ্যের মন্ত্রী কৃষ্ণ চন্দ্র মহাপাত্র জানিয়েছেন, প্রশাসনের সব স্তরকে সতর্ক করা হয়েছে এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, “যেসব অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে, সেখানে আগেই সতর্কতা জারি করা হয়েছে। সরকারি দপ্তরে কোনও কর্মকর্তা-কর্মচারীর ছুটি থাকবে না, সবাইকে কাজে যোগ দিতে হবে। জলজমার জায়গাগুলি ঠিকভাবে প্রস্তুত করা হচ্ছে এবং ড্রেনেজ সিস্টেম পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, যেসব এলাকায় ক্ষতির আশঙ্কা রয়েছে, সেখানে শুকনো খাবার ও রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে কোনো মানুষ বিপদের মুখে না পড়ে। মহাপাত্র বলেন, “আমরা প্রতিটি বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। পানীয় জল, ওষুধ, আশ্রয়কেন্দ্র—সবই প্রস্তুত রাখা হয়েছে।”

cyclone

সূত্রের খবর, উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (ODRAF, NDRF) মোতায়েন করা হয়েছে। গ্রামাঞ্চলে মাইকে ঘোষণা চলছে, মানুষকে সতর্ক থাকতে ও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। উপকূল জুড়ে বাতাসের গতি বাড়লেও প্রশাসন জানাচ্ছে—পরিস্থিতির উপর নিরন্তর নজর রাখা হচ্ছে।

মন্ত্রী কৃষ্ণ চন্দ্র মহাপাত্রের কথায়, “ঘূর্ণিঝড় আসার আগে থেকেই আমরা প্রতিটি দপ্তরকে কাজে লাগিয়েছি। এখন আমাদের একটাই লক্ষ্য—একজন মানুষের জীবনও যেন ঝুঁকির মুখে না পড়ে।”