নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও বলেছেন, "আমার স্বামী কনক বর্ধন সিং দেও উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন প্রবতী পারিদা। আমি খুশি যে মোহন মাঝি ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।"
/anm-bengali/media/media_files/w5KavBYf2kTq8YEip6us.jpeg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)