/anm-bengali/media/media_files/2025/08/03/blast-2025-08-03-21-32-22.jpg)
নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার খিচিং গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। একটি মাঠে গিয়ে নিজেদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এক যুবক ও এক যুবতী। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ বছরের ভারতী পাত্র নামক এক তরুণীর, যিনি খিচিং গ্রামের বাসিন্দা। আর ৩৮ বছর বয়সী হরিশঙ্কর আচার্য, যিনি রাইরাংপুর এলাকার বাসিন্দা, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল প্রায় ৮টা ৩০ মিনিট নাগাদ খিচিং কলেজের কাছেই পাতসাহী এলাকায় এই দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ব্যক্তি একটি ফাঁকা মাঠে যান এবং কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল ও পুলিশকে খবর দেন এবং দগ্ধদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সুকরিলি কমিউনিটি হেলথ সেন্টারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/29/1000113390.jpg)
সেখানে ভারতী পাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর দিকে, হরিশঙ্কর আচার্যকে আশঙ্কাজনক অবস্থায় কেওনঝাড় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা নাকি এর পিছনে কোনও সম্পর্কজনিত জটিলতা? পুলিশ এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে। স্থানীয়দের মতে, মৃত ভারতী ও আহত হরিশঙ্করের মধ্যে পূর্বপরিচয় ছিল, যা হয়তো এই মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিয়েছে দু'জনকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us