নিজস্ব সংবাদদাতা: ওড়িশায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বৃদ্ধির অভিযোগে সোমবার বিধানসভা প্রাঙ্গণে কংগ্রেস বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেন। এই প্রসঙ্গে ওড়িশার কংগ্রেস বিধায়ক সাগর চরণ দাস বলেছেন, " যে সরকার নারীদের ওপর নির্যাতনের বিষয়ে বিধায়কদের প্রতিবাদ শোনে না বা সম্মান করে না, তারা কি সাধারণ মানুষের কথা শুনবে? বিজেপি কেবল ভোট এবং বিজ্ঞাপনের কথা চিন্তা করে। তারা মানুষের কথা চিন্তা করে না। তারা কেবল ক্ষমতা চায়।"
/anm-bengali/media/media_files/2025/01/05/Jp4Jx9rz44Ko8OJmSF3u.JPG)