পুরীতে জঙ্গি হামলার আশঙ্কা! জগন্নাথের মন্দির পর্যবেক্ষণ করল NSG-এর দল

পুরীর জগন্নাথ মন্দির পর্যবেক্ষণ করল NSG-এর দল।

author-image
Tamalika Chakraborty
New Update
PURI TEMPLE

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দেশের প্রতিটি সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর কড়া পাহারায় রয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। একইসঙ্গে নাগরিক সুরক্ষায় এবার আরও একধাপ এগোলো কেন্দ্র। আগামীকাল, ৭ মে দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষকে অসামরিক প্রতিরক্ষার বিষয়ে সচেতন ও প্রস্তুত করতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে।

সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে এই মহড়া দেশের ২৭টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে হবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিকদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াই এই মহড়ার মূল উদ্দেশ্য।

jagannath temple puri

এদিকে, দেশের অভ্যন্তরেও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের নিরাপত্তা খতিয়ে দেখতে পৌঁছেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)-এর চার সদস্যের প্রতিনিধিদল। জেলার পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, "NSG-র প্রতিনিধিরা নিয়মমাফিক পরিদর্শনে এসে মন্দিরের প্রতিটি কোণায় নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেছেন।"

সব মিলিয়ে, কেন্দ্র থেকে রাজ্য— সর্বত্রই এখন যুদ্ধস্তরের প্রস্তুতি। নাগরিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কৌশলগত প্রতিরক্ষাও নজরদারিতে।