মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা, এনকাউন্টারে খতম কুখ্যাত মাওবাদী নেতা! উদ্ধার হল বিপুল বিস্ফোরক ও গোপন তথ্য

ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে নিহত হল মাওবাদী নেতা সোধ্যি কন্নার।

author-image
Tamalika Chakraborty
New Update
Maoist fdf

নিজস্ব সংবাদদাতা: ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে নিহত হল এক শীর্ষ মাওবাদী নেতা। সোমবারের এই অভিযানে মৃত্যু হয়েছে সোধ্যি কন্নার, যাঁর মাথার দাম ছিল ৮ লক্ষ টাকার পুরস্কার।

নিহত কন্না পিপলস লিবারেশন গেরিলা আর্মির (PLGA) ১ ও ২ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ছিল। নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, সে একজন প্রশিক্ষিত স্নাইপার এবং কুখ্যাত মাওবাদী নেতা মাড়ভি হিডমার অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিল।

এনকাউন্টারের পরে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কন্নার দেহ, একটি .৩০৩ রাইফেল, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য— যার মধ্যে রয়েছে কোডেক্স তার, সেফটি ফিউজ এবং ডেটোনেটর। এছাড়াও মাওবাদীদের পোশাক, প্রচারপত্র, একটি রেডিও এবং দৈনন্দিন ব্যবহারের একাধিক সামগ্রীও উদ্ধার করেছে যৌথ বাহিনী।

recover

এই এনকাউন্টারকে মাওবাদী দমনে বড়সড় সাফল্য হিসেবে দেখছে নিরাপত্তা মহল। দীর্ঘদিন ধরেই PLGA-র এই ইউনিট ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্র সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় ছিল।