New Update
/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের চাইবাসা-র এমপি-এমএলএ আদালত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মানহানির মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালত নির্দেশ দিয়েছে, রাহুল গান্ধীকে আগামী ২৬ জুন ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে।
এই মামলা করেছিলেন বিজেপি নেতা প্রতাপ কাটিয়ার। অভিযোগ, ২০১৮ সালে কংগ্রেসের প্লেনারি সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য মানহানিকর ছিল।
/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)
আদালতের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস শিবির এই পদক্ষেপকে "রাজনৈতিক প্রতিহিংসা" বলে দাবি করেছে, অন্যদিকে বিজেপি বলছে, "আইনের ঊর্ধ্বে কেউ নয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us