/anm-bengali/media/media_files/2025/07/27/bmw-2025-07-27-22-08-58.jpg)
নিজস্ব সংবাদদাতা: নয়ডার সেক্টর ৩০-এ শনিবার রাতের অন্ধকারে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। দ্রুতগতির একটি BMW গাড়ি ধাক্কা মারল একটি স্কুটিকে, আর তাতেই প্রাণ হারাল মাত্র ৫ বছরের এক শিশু। পুলিশ জানিয়েছে, ওই সময় শিশুটির বাবা গুল মোহাম্মদ মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং গ্রেফতার করেছে দুই কলেজ পড়ুয়াকে।যাদের নাম ইয়াশ শর্মা ও অভিষেক রাওয়াত বলে শনাক্ত করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন শিশুটির বাবা গুল মোহাম্মদ এবং তাঁর ভগ্নিপতি রাজা। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং কোনও নিয়ন্ত্রণ ছিল না চালকের হাতে। দুর্ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে বেপরোয়া ড্রাইভিং, লাইসেন্সহীন তরুণ চালক ও শহরের রাস্তায় বিলাসবহুল গাড়ির দৌরাত্ম্য নিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us