নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র সফরে এসে রাজ্যের শীর্ষ সরকারি আধিকারিকদের অনুপস্থিতি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই। ১৪ মে দেশের ৫২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি নিজ রাজ্য মহারাষ্ট্রে এলেন। কিন্তু মুম্বইয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি বা মুম্বই পুলিশের কমিশনারের মতো কোনও শীর্ষ পদাধিকারী। এটি দেশের প্রধান বিচাপতিকে অপমান করা হয়েছে বলেই তিনি মনে করছেন।
মহারাষ্ট্র ও গোয়ার বার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, “আমি তো কোনও প্রোটোকল দাবি করিনি। কিন্তু বিচার বিভাগের প্রতি অন্য বিভাগের সম্মান দেখানোর প্রশ্ন এটা। যখন কোনও সংস্থার শীর্ষপদে থাকা ব্যক্তি নিজের রাজ্যে প্রথমবার আসছেন, সেটা মাথায় রেখে তাঁদের বিচার করা উচিত যে তাঁরা যা করলেন তা কতটা ঠিক।”
/anm-bengali/media/media_files/2025/04/16/r7zotZ6Sx7gfqG8Rt7TO.webp)
তিনি আরও বলেন, তিনি সাধারণত এধরনের ‘ছোটখাটো’ বিষয় এড়িয়ে চলেন। কিন্তু এবার মনে করেছেন, এ নিয়ে কথা বলা প্রয়োজন যাতে জনসাধারণ বিষয়টি জানতে পারেন। একটু রসিকতা করে তিনি বলেন, “আমার জায়গায় যদি অন্য কেউ থাকতেন, তাহলে সম্ভবত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের কথা ভাবা হতো।”
প্রসঙ্গত, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট কোনও মামলায় ‘পূর্ণাঙ্গ ন্যায়’ দিতে প্রয়োজনীয় যে কোনও আদেশ দিতে পারে, এমনকি ব্যক্তিদের উপস্থিত করানোর ব্যবস্থাও নিতে পারে।
গাভাই আরও বলেন, "ভারতের সংবিধানই দেশের সর্বোচ্চ আধিকারিক, শুধু বিচার বিভাগ বা নির্বাহী বিভাগ নয়। সংবিধানের তিনটি স্তম্ভ—বিচারব্যবস্থা, নির্বাহী এবং আইনসভা, তিনটিই সমান এবং প্রত্যেকে অন্যের প্রতি সম্মান দেখানো উচিত।" তিনি মন্তব্য করেন, “দেশের মৌলিক কাঠামো অত্যন্ত শক্তিশালী। এই তিনটি স্তম্ভই একে অপরের পরিপূরক, এবং সংবিধানের নিয়ম মেনেই সবাইকে চলতে হবে।” অনুষ্ঠানে বিচারপতি গাভাইয়ের দেওয়া ৫০টি উল্লেখযোগ্য রায় নিয়ে লেখা একটি বইও প্রকাশিত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us