বিহারের মানুষ উন্নয়ন ছাড়া কিছু চায় না! এবার বিস্ফোরক বার্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

বিহারে এনডিএর বড় জয়ের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের আবেগঘন প্রতিক্রিয়া—বলেন, বিহারের মানুষ উন্নয়ন ও মোদীজির নেতৃত্বে বিশ্বাস রেখেই এনডিএকে বিপুল সমর্থন দিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
nityananda raiiq1.jpg

নিজস্ব সংবাদদাতা: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ যখন স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা পার করে এগিয়ে যাচ্ছে, তখনই প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি বলেন, বিহারের মানুষ এনডিএ-কে যে বিশাল ম্যান্ডেট দিয়েছেন, তা উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতি তাদের আস্থার প্রমাণ। রায়ের বক্তব্যে ছিল আবেগ ও কৃতজ্ঞতার সুর। তিনি বলেন, “বিহারের মানুষ এনডিএ-কে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন। আমি বিহারের মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই। জনগণ দেখিয়ে দিয়েছেন, তারা রাজ্যের উন্নয়ন চান, আর সেই উন্নয়ন এনডিএই দিতে পারে।”

modi

নিত্যানন্দ রায় আরও বলেন, বিহারের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর অকৃত্রিম বিশ্বাস রেখেছেন। তাঁর কথায়, “বিহারের মানুষ প্রমাণ করে দিয়েছেন যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদীজির ওপর তাদের অগাধ আস্থা আছে। আজ আবার প্রমাণ হল, মোদীর হৃদয়ে বিহার যেমন জায়গা করে নিয়েছে, তেমনই বিহারের হৃদয়েও মোদীজি আছেন।”

এনডিএর এই প্রাথমিক বড় লিড ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনার জোয়ার উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বিহারের এই রায় উন্নয়নভিত্তিক রাজনীতির শক্তিশালী বার্তা বহন করছে। নিত্যানন্দ রায়ের মতে, এই জয় মানুষের বিশ্বাস এবং মোদী-নেতৃত্বের প্রতি তাদের আস্থা পুনরায় দৃঢ় করল।