NIA-এর ব়্যাডারে এবার লস্কর জঙ্গি ফারুক আহমেদ! পহেলগাঁওয়ে হামলার সঙ্গে কীভাবে জড়িত জেনে নিন

NIA সূত্রে জানা গিয়েছে পহেলগাঁও হামলার সঙ্গে সরাসরি যুক্ত লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডোর ফারুক আহমেদ।

author-image
Tamalika Chakraborty
New Update
Kashmir terrorists attacks


নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় NIA-এর ব়্যাডারে এখন লস্কর-ই-তইবার অন্যতম শীর্ষ কামান্ডার ফারুক আহমেদ। NIA সূত্রে জানা গিয়েছে, ফারুক আহমেদ বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছে। গত দুই বছর ধরে সে পাক অধিকৃত কাশ্মীরে লুকিয়ে ছিল। NIA-এর সূত্রের খবর, নিরাপত্তারক্ষীদের নজর এড়াতে স্পেশাল একটি অ্যাপের সাহায্যে সে তার সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করত। জানা গিয়েছে, পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের হামলার ঘটনায় সরাসরি ফারুক আহমেদের যোগ ছিল। 

Nia