জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারের তদন্তে এআইএ, কী হয়েছিল সেদিন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় চলতি বছরে একটি একাউন্টারের তদন্তের দায়িত্ব নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই এনকাউন্টারে সেনাবাহিনীর উচ্চপদস্থ একাধিক আধিকারিক নিহত হয়েছিলেন।

New Update
indian army edit .jpg

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের সেপ্টেম্বরে অনন্তনাগ জেলায়  জম্মু ও কাশ্মীর কোকেরনাগ এনকাউন্টার মামলার দায়িত্ব নিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। কোকেরনাগের ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর এবং একজন জওয়ান ও  জম্মু ও কাশ্মীর পুলিশের একজন ডিওয়াইএসপি প্রাণ হারিয়েছিলেন।   এনকাউন্টারে লস্কর-ই-তইবার  জঙ্গি উজাইর খান নিহত হয়।