পাঞ্জাব পুলিশের পোস্টে গ্রেনেড! তিনজনের বিরুদ্ধে চার্জশিট, বিদেশি জঙ্গিদের ছক ফাঁস!

পাঞ্জাবে পুলিশ পোস্টে হামলায় খালিস্তানি জঙ্গিদের প্রমাণ পেল NIA।

author-image
Tamalika Chakraborty
New Update
Nia

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের ডিসেম্বরে পাঞ্জাবের এসবিএস নগর জেলার একটি পুলিশ পোস্টে গ্রেনেড হামলার ঘটনায় বড়সড় অগ্রগতি ঘটল। রবিবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই মামলায় তিনজনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে। অভিযুক্তরা হলেন যুগপ্রীত সিং, জসকরন সিং এবং হরজোত সিং—তিনজনেই পাঞ্জাবের রাহোঁ গ্রামের বাসিন্দা।

তদন্তে উঠে এসেছে, এই হামলার পেছনে ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'খালিস্তান জিন্দাবাদ ফোর্স' (KZF)-এর গভীর ষড়যন্ত্র। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ (Unlawful Activities Prevention Act), বিস্ফোরক দ্রব্য আইন এবং একাধিক ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়েছে।

এনআইএ জানিয়েছে, ব্রিটেনে থাকা একজন কট্টরপন্থী জগ্গা প্রথমে যুগপ্রীত সিংকে ধর্মীয় মৌলবাদের দিকে ঠেলে দেয় এবং বিদেশ থেকে প্রায় ৪.৩৬ লক্ষ টাকার সন্ত্রাসমূলক তহবিল পাঠানোর বন্দোবস্ত করে, যার উৎস ছিল কানাডাভিত্তিক কয়েকটি সংগঠন।

punjab police mmmm

এই টাকা ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই যুগপ্রীত পরে জসকরন ও হরজোতকে দলে টেনে নেয়। তারপর নভেম্বর মাসে বিদেশি হ্যান্ডলারদের কাছ থেকে একটি গ্রেনেড পাওয়ার পর তারা ডিসেম্বরের ১ ও ২ তারিখ রাতে পুলিশের একটি পোস্টে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।

পুরো ঘটনাকে কেন্দ্র করে জাতীয় স্তরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিদেশে বসেই ভারতের অভ্যন্তরে সন্ত্রাসের ছক কষা হচ্ছিল, যার বাস্তবায়নে ছিল এই তিন অভিযুক্তের সক্রিয় ভূমিকা।