New Update
/anm-bengali/media/media_files/2025/09/17/niax-2025-09-17-09-41-15.jpg)
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্তে বড়সড় অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (NIA)। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগরাম আইএসআইএস মামলার তদন্তের অংশ হিসেবে একযোগে এই অভিযান চালানো হয়, যেখানে জঙ্গিদের পরিকল্পনা ছিল ভারতের ভেতরে আইইডি (Improvised Explosive Device) ব্যবহার করে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানোর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/20/1000130124.jpg)
তল্লাশি চালানো হয়েছে মোট ১৬টি জায়গায়। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র ও দিল্লি। অন্ধ্রপ্রদেশ পুলিশের সহযোগিতায় এই গোটা অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় এনআইএর হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ—ডিজিটাল ডিভাইস, নথিপত্র, নগদ অর্থ ও আরও বেশ কিছু সন্দেহজনক জিনিসপত্র। তদন্তকারীদের দাবি, এগুলোই প্রমাণ করছে যে দেশে বড়সড় হামলার চক্রান্ত হচ্ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us