জেলে ভেঙে পালিয়েছিল! অবশেষে NIA-এর হাতে কুখ্যাত খালিস্তানি জঙ্গি

জেলে ভেঙে পালানো খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করল এনআইএ।

author-image
Tamalika Chakraborty
New Update
kalistani terrorist

নিজস্ব সংবাদদাতা: খালিস্তানি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে এনআইএ পাঞ্জাবের লুধিয়ানার কাশ্মীর সিং গালওয়াদ্দিকে মোতিহারি বিহার থেকে গ্রেপ্তার করে।  অভিযুক্ত ২০১৬ সালে নাভা জেল ভেঙে পালায়। অভিযুক্ত খালিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। 

Nia