/anm-bengali/media/media_files/Iy2ed2TtckcRY4xhmv10.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের একবার কোভিড-১৯-এর সংক্রমণের ঢেউ উঠতে শুরু করেছে, আর সেই প্রভাব পড়ছে ভারতেও। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে, যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২৫৭। কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রাজ্যগুলিতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির ঘটনা সামনে এসেছে। কেরলে গত এক সপ্তাহে ৬৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে, মহারাষ্ট্রে ৪৪ জন এবং তামিলনাড়ুতে ৩৪ জন।
মহারাষ্ট্রে বর্তমানে ৫৬টি সক্রিয় কেস রয়েছে। মুম্বইয়ের কেম (KEM) হাসপাতালে দুই কোভিড পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এক জন ১৪ বছরের কিশোরী এবং অপর জন ৫৪ বছর বয়সি এক মহিলা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এই মৃত্যুগুলির কারণ কোভিড-১৯ ছিল না, বরং ওই কিশোরীর ক্ষেত্রে নেফ্রোটিক সিনড্রোম ও হাইপোক্যালসেমিক সিজার এবং মহিলার ক্ষেত্রে ক্যানসারের মতো জটিল রোগই ছিল মৃত্যুর মূল কারণ।
/anm-bengali/media/media_files/uVdLjlUkC8AJjw3K2af0.jpg)
সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে কেন্দ্র সরকার সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। দেশের সমস্ত হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ইনফ্লুয়েঞ্জার মতো অসুখ এবং SARI (Severe Acute Respiratory Infection) সংক্রান্ত কেসগুলিকে সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আশ্বস্ত করেছে যে, ভারত সরকারের কাছে সংক্রামক রোগ চিহ্নিতকরণের জন্য একটি শক্তিশালী নজরদারি ব্যবস্থা রয়েছে — যার মধ্যে আছে ইন্টিগ্রেটেড ডিজিজ সারভেইলেন্স প্রোগ্রাম (IDSP) এবং আইসিএমআর (ICMR)-এর গবেষণা ও রিপোর্টিং ব্যবস্থা।
সরকার সতর্ক থাকলেও, সংক্রমণের এই সাম্প্রতিক বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, কোভিড-১৯ এখনও সম্পূর্ণ নির্মূল হয়নি। দেশবাসীর উচিত সচেতন থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া — কারণ অতিমারি হয়তো শেষ হয়নি, তার রূপ বদলেছে মাত্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us