/anm-bengali/media/media_files/2025/07/27/raasthan-arrested-2025-07-27-21-52-47.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের জয়পুরে এক চাঞ্চল্যকর ঘটনায় বিস্মিত সবাই। মাত্র এক মাস আগে বিয়ে করেছিলেন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) ডিগ্রিধারী তরুণ পরীক। কিন্তু বিয়ের পরপরই স্ত্রীর অতি বিলাসী জীবনের চাহিদা মেটাতে না পেরে তিনি ছেড়ে দেন নিজের বেসরকারি চাকরি এবং নাম লেখান অপরাধ জগতে।
পুলিশ সূত্রে জানা গেছে, তরুণ জয়পুর শহরে যাতায়াত করে পরিকল্পনা করে বিভিন্ন চুরি ও ছিনতাই করতেন, যাতে তাঁর ওপর কোনও সন্দেহ না পড়ে। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বৃদ্ধার গলা থেকে প্রকাশ্য দিবালোকে সোনার চেন ছিনিয়ে নেন তিনি। ঘটনাটি এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তরুণের গতিবিধির হদিস পায় এবং শেষমেশ শুক্রবার তাঁকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানিয়েছেন, তরুণ জামওয়ারামগড় গ্রামের বাসিন্দা এবং বিয়ের পর থেকেই স্ত্রীর পক্ষ থেকে টাকা ও বিলাসবহুল জীবনের প্রবল চাপ আসছিল। এই চাপের মুখে পড়েই তিনি নিজের কর্পোরেট চাকরি ছেড়ে অপরাধের পথে নামেন।
এখন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তিনি আর কতগুলি অপরাধে জড়িত এবং তাঁর সঙ্গে কেউ সহযোগিতা করেছে কিনা। একইসঙ্গে পুলিশ খতিয়ে দেখছে, তাঁর স্ত্রী এসব কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানতেন কিনা।
এই ঘটনায় সমাজে নতুন করে প্রশ্ন উঠেছে—একটি অতি বিলাসী জীবনের চাহিদা কীভাবে একজন শিক্ষিত যুবককে ঠেলে দিল অপরাধের গহ্বরে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us