হানিমুনের আনন্দ ছারখার! সিকিমে তিস্তা নদীতে পড়ে নিখোঁজ নবদম্পতি!

সিকিমে হানিমুনে গিয়ে নিখোঁজ নবদম্পতি! তিস্তাতে তলিয়ে গেল গাড়ি।

author-image
Tamalika Chakraborty
New Update
sikim missing couple

নিজস্ব সংবাদদাতা: সিকিমে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক নবদম্পতি। উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার বাসিন্দা ওই দম্পতি গত ২৯ মে লাচেন থেকে লাচুং ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রবল বর্ষণের জেরে তাঁদের গাড়িটি তিস্তা নদীতে পড়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত নবদম্পতি-সহ গাড়িতে থাকা মোট ৯ জনের খোঁজ মেলেনি।

নিখোঁজ কৌশলেন্দ্র প্রতাপ সিং (২৯) বিজেপি নেতা উম্মেদ সিংয়ের ভাইপো। তাঁর স্ত্রী অঙ্কিতা সিং (২৬) বিজয় সিং ডুব্বুর কন্যা, যাঁর বাড়ি ধনগাঁধ সারাই চিভলাহা গ্রামে। বিয়ে হয়েছিল চলতি বছরের ৫ মে। বিয়ের কিছুদিন পর তাঁরা সিকিমে হানিমুনে যান।

adsasewd

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিস্তা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। পাহাড়ি রাস্তায় অতিবৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এখনও পর্যন্ত কোনও দেহ বা গাড়ির সন্ধান মেলেনি বলে জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। পরিবার এবং আত্মীয়স্বজনেরা এই দুর্ঘটনায় মর্মাহত এবং আতঙ্কিত হয়ে পড়েছেন।