এক ঝটকায় ৪৫৯ ভারতীয় ট্রাকচালকের লাইসেন্স বাতিল! পথে বিক্ষোভ, ভাঙছে সংসার

নিউজিল্যান্ডে ৪৫৯ জন ভারতীয় বংশোদ্ভূত ট্রাকচালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে জাল নথির অভিযোগে। চাকরি ও ভিসা হারিয়ে বিপর্যস্ত বহু পরিবার, শুরু হয়েছে বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
new zealand

নিজস্ব সংবাদদাতা:  এক ধাক্কায় বিপুল বিপর্যয় নেমে এল প্রবাসী ভারতীয় ট্রাকচালকদের জীবনে। দ্বীপরাষ্ট্র New Zealand-এ কাজ করা ভারতীয় বংশোদ্ভূত ৪৫৯ জন ট্রাকচালকের হেভি-ভেহিকল লাইসেন্স বাতিল করে দিয়েছে সে দেশের পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্তের জেরে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে, রাস্তায় নেমেছে প্রতিবাদে, নতুন করে আলোচনায় এসেছে বিদেশি শ্রমিকদের উপর দেশটির নির্ভরতা।

নিউজিল্যান্ডের পরিবহণ দফতর জানিয়েছে, বিদেশি ড্রাইভিং লাইসেন্স রূপান্তরের ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। সংস্থার অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, বহু আবেদনপত্রের সঙ্গে জাল বা বদলে দেওয়া নথি জমা দেওয়া হয়েছিল। এই কারণেই প্রথমে ৪৪০টি লাইসেন্স বাতিল করা হয়। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫৯-এ।

new zealand aa

জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে বহু ভারতীয় চালক অনলাইনে কিছু তথাকথিত ‘সাপোর্ট লেটার’ কিনে লাইসেন্স ও কাজের ভিসা দ্রুত পেতেন। এই চিঠির জন্য খরচ পড়ত ভারতীয় মুদ্রায় ২৭ হাজার থেকে ৫৪ হাজার টাকা পর্যন্ত। দীর্ঘদিন ধরে এই নথিগুলি সরকারি দপ্তরেও গ্রহণযোগ্য ছিল। কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ এই চিঠিগুলিকে পুরোপুরি বেআইনি ঘোষণা করে দেয়। ফলে এই নথির ভিত্তিতে পাওয়া বহু লাইসেন্স ও ভিসা এখন বাতিল হয়ে যাচ্ছে। প্রশাসনের দাবি, এই ‘শর্টকাট’ পথ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বেশিরভাগ ক্ষতিগ্রস্ত চালকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। অনেকেই লিখিত ও ব্যবহারিক পরীক্ষা পাশ করেই লাইসেন্স পেয়েছিলেন। ট্রাক চালানোই ছিল তাঁদের পরিবারের ভবিষ্যৎ গড়ার একমাত্র ভরসা। এখন সেই ভরসাই ভেঙে পড়েছে।

গত ২২ নভেম্বর এই ক্ষোভ প্রকাশ্যে আসে। বহু ভারতীয় চালক ও তাঁদের পরিবার অকল্যান্ডের তানকিনি গুরদ্বারে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং জীবিকা রক্ষার পথ দেখানো হোক।