New Update
/anm-bengali/media/media_files/2024/12/30/EmLfqSGcSFFHrBfQ6ETf.jpg)
নিজস্ব সংবাদদাতা: পুনের একটি পাব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে পুনের ওই পাবটি আমন্ত্রিতদের কনডম এবং ওআরএস পাঠিয়েছে বলে জানা গিয়েছে। কনডম এবং ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন) এর ভিজ্যুয়াল সহ আমন্ত্রণটি ভাইরাল হওয়ার পরে মহারাষ্ট্র প্রদেশ যুব কংগ্রেস পুলিশে অভিযোগ দায়ের করেছে। পাবটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়ার আবেদন করেছে কংগ্রেস।
মহারাষ্ট্র প্রদেশ যুব কংগ্রেসের সদস্য অক্ষয় জৈন বলেছেন, "আমরা পাব এবং নাইটলাইফের বিরুদ্ধে নই। তবে, তরুণদের আকৃষ্ট করার বিপণন কৌশল পুনে শহরের ঐতিহ্যের বিরুদ্ধে। আমরা পাব পরিচালনার বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানাই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us