বিহারের বাম্পার জয়ের পর জয়বীর সিং-এর বার্তা— “দেওয়া প্রতিশ্রুতি পূরণই এখন আমাদের প্রথম কাজ”

বিহারে এনডিএ-র বিপুল জয়ে উচ্ছ্বসিত জয়বীর সিং জানালেন মানুষের আস্থাই এই জয়ের আসল শক্তি। বিরোধীদের সমালোচনায় তাঁর কটাক্ষ—‘পরাজয়ের অজুহাত খোঁজা তাদের স্বভাব’।

author-image
Tamalika Chakraborty
New Update
nda leader

নিজস্ব সংবাদদাতা: বিহারে এনডিএ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছতেই বিজেপি শিবিরে শুরু হয়েছে উৎসবের জোয়ার। এই পরিস্থিতিতেই প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী জয়বীর সিং। তিনি দাবি করেছেন, বিহারের মানুষ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএর প্রতি তাদের আস্থা ও সমর্থন প্রকাশ করেছেন। তাঁর কথায়, বিহারের ভোটাররা উন্নয়নের বার্তা ও ভবিষ্যতের প্রতিশ্রুতিতেই ভরসা রেখেছেন, আর সেই আস্থাই এনডিএ-র বিশাল জয়ে স্পষ্ট হয়ে উঠেছে। জয়বীর সিং বলেন, “বিহারের মানুষের প্রতি কৃতজ্ঞতা। তারা প্রধানমন্ত্রী মোদীজিকে এবং এনডিএ-কে বিশাল ম্যান্ডেট দিয়ে আবার সরকার গঠনের সুযোগ দিয়েছেন। আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

nitish kumar patna .jpg

এ প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তাঁর বক্তব্য, পরাজয়ের পর বিরোধীরা সবসময়ই নানা অজুহাত খোঁজেন, কিন্তু এই রায়ই প্রমাণ করছে বাংলার মানুষ উন্নয়নশীল রাজনীতিকেই বেছে নিয়েছেন।

একইসঙ্গে তিনি জানান, উত্তরপ্রদেশের মন্ত্রিসভা বৈঠকে এবার ১৫টি গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তাঁর ভাষায়, “বৈঠকে প্রতিটি ইস্যুতে ভাল সিদ্ধান্ত নেওয়া হবে। মানুষের সমস্যার স্থায়ী সমাধানই আমাদের লক্ষ্য।” বিহারের রাজনৈতিক সাফল্যের আবহেই উত্তরপ্রদেশে সরকারের উন্নয়নমূলক সিদ্ধান্তগুলো আরও গতিশীল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।