নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে বলেছেন, "আমি তাঁর (একনাথ শিন্ডে) সম্পর্কে বেশি কথা বলি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে জেডিইউ এবং টিডিপি নিজেদের দলকে বিজেপির থেকে বাঁচাতে চান, তাহলে লোকসভার স্পিকারের পদ আপনাদের কাছে রাখুন, নইলে বিজেপি আপনার দল ভাঙবে। বিহার হোক বা অন্ধ্রপ্রদেশ, প্রতিশ্রুত বিশেষ প্যাকেজ আগেই নিয়ে নিন। সরকার গঠনের পর বিজেপি কিছুই দেবে না। আমি যা বলছি এই সবই অভিজ্ঞতার ভিত্তিতে।"
/anm-bengali/media/media_files/HUsZZm1xmOsnMibBJj5G.webp)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)