/anm-bengali/media/media_files/2025/09/22/naxal-leaders-2025-09-22-20-50-09.jpg)
নিজস্ব সংবাদদাতা:ঝাড়খণ্ডের সারান্ডা অরণ্যের ভিতরে ফের নকশাল আতঙ্ক। শুক্রবার গভীর রাতে পশ্চিম সিংভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে ভয়াবহ ঘটনা ঘটে। অভিযোগ, অন্তত কুড়ি জন অস্ত্রবাজ নকশাল ওই গ্রামের এয়ারটেলের মোবাইল টাওয়ার ও তার জেনারেটরের উপরে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নকশালরা টাওয়ারের চারপাশে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো স্থাপনাটি গ্রাস করে নেয়, ধ্বংস হয়ে যায় টাওয়ার ও বিদ্যুৎ সরঞ্জাম।
গ্রামের বাসিন্দারা জানান, আগুন লাগানোর পর উন্মত্ত নকশাল দল জঙ্গলে ছড়িয়ে পড়ে স্লোগান দিতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল স্থানীয় এলাকায় নিজেদের দখল ও প্রভাব এখনো অটুট তা দেখানো। পুলিশের প্রাথমিক অনুমান, ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে কোনও তথ্য বাইরে না যায়, তাই এই হামলা চালানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YA6OJysDl5G9smbbaPIT.jpg)
উল্লেখ্য, সারান্ডা অরণ্য বহু বছর ধরেই নকশালদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি ওই এলাকায় নিরাপত্তা অভিযান জোরদার হওয়ায় নকশালদের কার্যকলাপ কিছুটা কমলেও এই ঘটনা প্রমাণ করছে তারা এখনও সক্রিয়। ঘটনাস্থলে পরদিন সকালে পৌঁছে লোহারদাগা পুলিশ ও সিআরপিএফের জওয়ানরা তদন্ত শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত টাওয়ার এলাকায় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, আগুন লাগানোর ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে এবং পুরো এলাকা আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তিনি আরও জানান, নকশাল দমন অভিযানে শীঘ্রই আরও জোর দেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us