/anm-bengali/media/media_files/2025/05/26/1KeLTojNVsLWJB4X07Ys.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতির মাঝেও সাহসিকতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে ২৪ জন ক্রুকে প্রাণে বাঁচাল ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ড। কেরলের উপকূলের কাছে সমুদ্রে সমস্যায় পড়ে যায় একটি লিবেরিয়ার কনটেনার জাহাজ এমএসসি এলসা। বিপদে পড়া জাহাজটি থেকে ২৪ মে রাত ১২টা ১৫ মিনিটে সাহায্যের বার্তা পাঠানো হয়।
খবর পেয়ে ভারতীয় নৌবাহিনী দ্রুত আইএনএস সুজাতা ও আইএনএস সাতপুরাকে অভিযানে পাঠায়। সুজাতা সন্ধ্যা ৭টায় এবং সাতপুরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে যায়।
উদ্ধার কাজের সময় সমুদ্র ছিল ভয়ঙ্কর রূপে। প্রবল ঝড়, বিশাল ঢেউ, এবং চারদিকে ভেসে থাকা কনটেনার — সব মিলিয়ে ছিল এক বিপজ্জনক পরিস্থিতি। এই প্রতিকূলতার মধ্যেই সাহসের সঙ্গে উদ্ধারকাজ চালায় ভারতীয় বাহিনী।
প্রথমে রাতেই ২১ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়, এবং পরদিন সকালে আরও ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
আইএনএস সুজাতার ক্যাপ্টেন জানান, "পরিস্থিতি ছিল চরম ঝুঁকিপূর্ণ। কিন্তু আমাদের দলের সদস্যরা পেশাদারিত্ব ও সাহসের সঙ্গে অভিযান শেষ করে সবাইকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us