নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেত্রী নভজ্যোত কৌর সিধুর একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়ানোর পরে তিনি রবিবার জানালেন, তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ভুল ভাবে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ পেতে নাকি ‘৫০০ কোটি টাকা’ লাগে—এই মন্তব্য নিয়ে সমালোচনা বাড়তেই তিনি বলেন, তাঁর কথার আসল অর্থ সম্পূর্ণ বিকৃত করে প্রচার করা হয়েছে।
রবিবার এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, একটি সরল মন্তব্যকে ঘুরিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে, অন্য কোনও দল থেকে নভজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করা হলে তাঁদের দেওয়ার মতো কোনও টাকা নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)
শনিবার পঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে দেখা করে আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করার পর তিনি সাংবাদিকদের জানান যে, দল যদি নভজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে, তা হলে তিনি রাজনীতিতে ফিরবেন। কিন্তু তাঁদের কাছে সেই অর্থ নেই, যা অনেক সময় মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়।
তিনি বলেন, “আমরা সব সময় পঞ্জাবের কথা বলি, কিন্তু আমাদের কাছে ৫০০ কোটি টাকা নেই, যা দিয়ে কেউ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে।” প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁদের কাছে কেউ টাকা চায়নি। তবে তাঁর মন্তব্য, “যে ৫০০ কোটি টাকার স্যুটকেস দেয়, সেই-ই মুখ্যমন্ত্রী হয়।”
এই মন্তব্যের পরই আম আদমি পার্টি ও বিজেপি কংগ্রেসকে আক্রমণ করে। তাদের অভিযোগ, কংগ্রেস টাকা দিয়ে মুখ্যমন্ত্রী বানানোর রাজনীতি করে। AAP-য়ের পঞ্জাব সাধারণ সম্পাদক বলতেজ পন্নুর দাবি, এই মন্তব্যেই প্রকাশ পেয়েছে কংগ্রেসের ভেতরের বাস্তব চিত্র।
‘৫০০ কোটি দিলেই মুখ্যমন্ত্রী!’—বিস্ফোরক মন্তব্যে তোলপাড়, সাফাই দিলেন নভজ্যোত কৌর সিধু
নভজ্যোত কৌর সিধুর ‘৫০০ কোটি দিলেই মুখ্যমন্ত্রী’ মন্তব্যে তোলপাড় রাজনীতি। সমালোচনার মাঝে জানালেন, তাঁর বক্তব্য ঘুরিয়ে দেখানো হয়েছে।
নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেত্রী নভজ্যোত কৌর সিধুর একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়ানোর পরে তিনি রবিবার জানালেন, তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে ভুল ভাবে তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদ পেতে নাকি ‘৫০০ কোটি টাকা’ লাগে—এই মন্তব্য নিয়ে সমালোচনা বাড়তেই তিনি বলেন, তাঁর কথার আসল অর্থ সম্পূর্ণ বিকৃত করে প্রচার করা হয়েছে।
রবিবার এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, একটি সরল মন্তব্যকে ঘুরিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে, অন্য কোনও দল থেকে নভজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করা হলে তাঁদের দেওয়ার মতো কোনও টাকা নেই।
শনিবার পঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সঙ্গে দেখা করে আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা করার পর তিনি সাংবাদিকদের জানান যে, দল যদি নভজ্যোত সিং সিধুকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করে, তা হলে তিনি রাজনীতিতে ফিরবেন। কিন্তু তাঁদের কাছে সেই অর্থ নেই, যা অনেক সময় মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়।
তিনি বলেন, “আমরা সব সময় পঞ্জাবের কথা বলি, কিন্তু আমাদের কাছে ৫০০ কোটি টাকা নেই, যা দিয়ে কেউ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে।” প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁদের কাছে কেউ টাকা চায়নি। তবে তাঁর মন্তব্য, “যে ৫০০ কোটি টাকার স্যুটকেস দেয়, সেই-ই মুখ্যমন্ত্রী হয়।”
এই মন্তব্যের পরই আম আদমি পার্টি ও বিজেপি কংগ্রেসকে আক্রমণ করে। তাদের অভিযোগ, কংগ্রেস টাকা দিয়ে মুখ্যমন্ত্রী বানানোর রাজনীতি করে। AAP-য়ের পঞ্জাব সাধারণ সম্পাদক বলতেজ পন্নুর দাবি, এই মন্তব্যেই প্রকাশ পেয়েছে কংগ্রেসের ভেতরের বাস্তব চিত্র।