নিজস্ব সংবাদদাতা: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপারসন, বিজয়া কিশোর রাহাতকর বলেছেন, "জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) 'তেরে মেরে স্বপ্নে' নামে একযোগাযোগ কেন্দ্র চালু করেছে। বিবাহিত দম্পতিদের মধ্যে সুখ ও শ্রদ্ধা যাতে বাড়ে, সেই লক্ষ্যেই এই কেন্দ্র চালু করা হয়েছে। এই কেন্দ্রে বিয়ের আগেও হবু দম্পতিদের পরামর্শ দেওয়া হয়। কেন্দ্রগুলি নয়টি রাজ্যের ২২টি স্থানে খোলা হচ্ছে। এই কেন্দ্রগুলোর লক্ষ্য বিয়ের আগে তরুণ প্রজন্মকে বোঝানো। এই কেন্দ্রের অন্যতম লক্ষ্য শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে তরুণ প্রজন্ম যাতে নিজেদের বিয়েটে এগিয়ে নিয়ে যেতে পারে।" দিল্লি বাজেট ২০২৫ সম্পর্কে তিনি বলেন, "আমি বিশ্বাস করি যে দিল্লির আসন্ন বাজেট মহিলাদের জন্য অনেক সুবিধা দেবে।"