/anm-bengali/media/media_files/2025/06/25/shubhanshu-2025-06-25-07-32-20.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভারতের মহাকাশ অভিযানে এক নতুন ইতিহাস রচনা হতে চলেছে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা খুব শিগগিরই রওনা হচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশ্যে। ‘অ্যাক্সিয়ম মিশন ৪’ নামক এই ঐতিহাসিক যাত্রা একটি যুগান্তকারী পদক্ষেপ, যা যৌথভাবে পরিচালনা করছে নাসা, স্পেসএক্স ও ইসরো।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/aUd4wc9Hos5Lr6ROCbem.png)
এই অভিযানে সাফল্য এলে শুভাংশু শুক্লা হবেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী, যিনি পৃথিবীর কক্ষপথে পৌঁছাবেন। ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে সোভিয়েত ইউনিয়নের মহাকাশযানে মহাকাশে গিয়েছিলেন। কিন্তু শুভাংশু হবেন প্রথম ভারতীয়, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণ করবেন।
নাসা সর্বশেষ এক বিবৃতিতে এই মিশনের সংশোধিত সময়সূচি নিশ্চিত করেছে। মিশনটির জন্য প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু চূড়ান্ত লঞ্চের অপেক্ষা। ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এটি এক গর্বের অধ্যায় হয়ে উঠতে চলেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us