ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াই কংগ্রেসের নীতি, বিস্ফোরক প্রধানমন্ত্রী

কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "জোট সদস্যদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াই কংগ্রেসের নীতি। বাধ্য হয়েই তারা INDI জোটের অংশ হয়েছে।"

author-image
Tamalika Chakraborty
New Update
narendra modi yui.jpg

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভা থেকে বলেন, "জোট সদস্যদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়াই কংগ্রেসের নীতি। বাধ্য হয়েই তারা INDI জোটের অংশ হয়েছে। কেরালায় বাম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বামেরা একে অপরের বিরুদ্ধে। পাঞ্জাবে কংগ্রেস এবং আপ একে অপরের বিরুদ্ধে  । নির্বাচনের পরে তারা কী করবে তা আপনি কেবল কল্পনা করতে পারেন।"

pm narendra modiji.jpg

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg