জঙ্গিদের শেষকৃত্যে কোন কোন পাক পুলিশ আধিকারিক অংশগ্রহণ করেছিলেন! সামনে এল সমস্ত তথ্য

জঙ্গিদের শেষকৃত্যে অংশ নেওয়া পাক পুলিশ আধিকারিকদের নাম প্রকাশ্যে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan police with terrorists

নিজস্ব সংবাদদাতা: ৭ মে অপারেশন সিঁদুর শুরু হয়।  এই অভিযানে  ১০০ জনেরও বেশি পাক জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের শেষকৃত্যের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। যেখানে সীমান্ত এলাকার বিভিন্ন অংশে জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিতে দেখা যায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং কর্মীকে।

Operation sindoor

রবিবার, ভারতীয় সশস্ত্র বাহিনী পাঞ্জাব প্রদেশের পাকিস্তানি সেনা সদস্য এবং গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে যারা জঙ্গিদের শেষকৃত্যে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন,  লেফটেন্যান্ট জেনারেল ফাইয়াজ হোসেন শাহ, লাহোরের IV কর্পসের কমান্ডার। লাহোরের ১১তম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল রাও ইমরান সরতাজ। এছাড়াও রয়েছে ব্রিগেডিয়ার মোহাম্মদ ফুরকান শাব্বির, পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক ডঃ উসমান আনোয়ার, মালিক সোহাইব আহমেদ ভের্থ, পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য। 

ভারত বার বার অভিযোগ করেছিল, পাকিস্তান জঙ্গিদের মদত দেয়। জঙ্গিদের শেষকৃত্যে পুলিশের উপস্থিতি সেই অভিযোগকেই প্রমাণ করে।