নিজস্ব সংবাদদাতা: চাকরির বাজার এখন আগের থেকে অনেকটা খারাপ। আগের থেকে চাকরির পরিস্থিতি অনেকটা বদলেছে। তার সঙ্গে পাল্টেছে প্রবণতা। বর্তমানে কর্পোরেট সেক্টরে নতুন অনেক প্রবণতা বেড়েছে। বর্তমানে কর্পোরেট জগতে একটা নতুন ট্রেন্ড হয়েছে, ন্যাকেট রেজিগনেশন। কর্পোরেট জগতে একটি চাকরি থেকে অন্য চাকরিতে যাওয়া নতুন কিছু নয়। কিন্তু অনেকেই নতুন চাকরি না পেয়ে চাকরি ছেড়ে দেয়। এটাকেই ন্যাকেট রেজিগনেশন বলে। বর্তমানে কর্পোরেট সেক্টরে ন্যাকেট রেজিগনেশনের প্রবণতা বেড়ে গিয়েছে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)