প্রেম, বিয়ে, প্রতারণা—৮ জন স্বামীকে জালেই ফেলেছিলেন সামিরা ফাতিমা! পুলিশ বলছে আরও আছে!

অবশেষে নাগপুর পুলিশ 'লুটেরি দুলহন'-কে গ্রেফতার করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
looteri dulhan

নিজস্ব সংবাদদাতা: নাগপুরে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এক রহস্যময় প্রতারক মহিলা, যিনি অন্তত আটজন পুরুষকে বিয়ে করে ভয় দেখিয়ে ও মিথ্যে মামলার হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। অভিযুক্তের নাম সামিরা ফাতিমা। গিট্টিখাদান থানার পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘ এক বছর ধরে পলাতক ছিলেন এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সামিরা মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন। তিনি নিজেকে তালাকপ্রাপ্ত বলে দাবি করে ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে থাকতে রাজি হতেন। এরপর যখন বিয়ে সম্পন্ন হতো, তখনই শুরু হতো আসল খেলা—সামিরা সেইসব স্বামীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতেন।

arrested a

এই প্রতারণার পর্দা ফাঁস হয় ২০২৩ সালের মার্চ মাসে, যখন এক ব্যক্তি, গুলাম পাঠান, গিট্টিখাদান থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সামিরা ২০১০ সাল থেকে একাধিক পুরুষকে একইভাবে বিয়ে করে প্রতারণা করেছেন এবং ওই মহিলা প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বিভিন্ন পুরুষদের কাছ থেকে। গুলাম পাঠান নিজের দেওয়া অন্তত ১০ লক্ষ টাকার প্রমাণ পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানিয়েছে, সামিরার বিরুদ্ধে প্রতারণা, ব্ল্যাকমেল ও অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে—এখনও অনেক ভুক্তভোগীর খোঁজ মিলতে পারে বলে অনুমান।