/anm-bengali/media/media_files/2025/07/14/prison-w-2025-07-14-01-33-49.jpg)
নিজস্ব সংবাদদাতা: কানপুর জেলা কারাগারে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—এক হত্যা মামলার অভিযুক্ত পালিয়ে গেছে কারাগার থেকে। এই নাটকীয় পালানোর পরপরই পুলিশ ও কারা কর্তৃপক্ষ মিলে শুরু করেছে ব্যাপক তল্লাশি অভিযান।
পলাতক বন্দির নাম আসারউদ্দিন, বয়স ২৫ বছর, যিনি মূলত আসামের বাসিন্দা। গত বছরের জানুয়ারি থেকে তিনি কারাগারের ১৪ নম্বর ব্যারাকে বন্দি ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নিয়মিত গণনা চলাকালীন কর্তৃপক্ষ দেখতে পায়, একজন বন্দি নেই। জেল সুপারিনটেনডেন্ট বিডি পাণ্ডে সঙ্গে সঙ্গে সব ব্যারাকে পুনরায় গণনার নির্দেশ দেন, কিন্তু রাত আড়াইটা পর্যন্ত আসারউদ্দিনের কোনো হদিস মেলেনি। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/14/jail-prison-1-2025-07-14-01-33-17.jpg)
পালানোর খবর পেয়ে যৌথ তল্লাশি শুরু হয় কানপুর রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও জেল এলাকার আশপাশে। কারাগারের ভেতর ও বাইরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে, তবে এখনও পর্যন্ত কোনও প্রমাণ মেলেনি যে আসারউদ্দিন জেলের সীমানা ছেড়েছেন। ঘটনাটি ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us