কানাডায় গুলি! মুম্বইয়ে কপিল শর্মার বাড়িতে হানা পুলিশি! খালিস্তানি জঙ্গির হুমকি ঘিরে বাড়ছে আতঙ্ক!

কানাডায় কপিল শর্মার রেস্তোরাঁয় গুলি চালানোর ঘটনায় কপিল শর্মার বাড়িতে মুম্বই পুলিশ।

author-image
Tamalika Chakraborty
New Update
kapil sharma


নিজস্ব সংবাদদাতা: কানাডার সারে শহরে অবস্থিত কপিল শর্মার রেস্তোরাঁয় আতঙ্কজনক গুলিচালনার ঘটনার পর এবার অভিনেতা ও কৌতুকশিল্পী কপিল শর্মার মুম্বইয়ের ওশিওয়ারা অঞ্চলের বাড়িতে পৌঁছে গেল মুম্বই পুলিশ। সূত্রের খবর, এই পদক্ষেপ সম্পূর্ণরূপে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা—কপিল শর্মার নিরাপত্তা নিশ্চিত করতেই এই তৎপরতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কপিল শর্মাকে এই মুহূর্তে কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে তাঁর সঙ্গে সরাসরি কথা বলে ভবিষ্যতের জন্য কোনও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

উল্লেখ্য, কানাডার সারে অঞ্চলে কপিলের ক্যাফেতে সম্প্রতি গুলিচালনার ঘটনা ঘটে এবং সেই ঘটনার দায় স্বীকার করে নেয় কুখ্যাত খালিস্তানি জঙ্গি লাড্ডি। তিনি প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করে আতঙ্ক ছড়িয়ে দেয় কপিলের অনুগামী ও পরিবারের মধ্যে। ফলে, অভিনেতার মুম্বইয়ের বাসভবনকেও নজরে রাখছে প্রশাসন।

kapil sharma an

এই মুহূর্তে কপিল শর্মা তাঁর ওশিওয়ারার বাড়িতে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনে তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হবে।

এই ঘটনার জেরে কপিলের ভক্তদের মধ্যেও চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে কপিল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মুম্বই পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিদেশে হামলার ঘটনার পর, এবার ভারতের মাটিতেও সতর্ক হচ্ছে নিরাপত্তা দফতর।