/anm-bengali/media/media_files/2024/10/18/S2cXBZ0Ug2Rozk8USOKQ.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশ তদন্তে জানা গেছে যে বাবা সিদ্দিককে টার্গেট করার আগে, বন্দুকধারীরা কর্জাত খোপোলি রোডে অবস্থিত একটি জঙ্গলে গিয়ে শুটিং অনুশীলন করেছিল। অভিযুক্তরা একটি গাছে গুলি করে অনুশীলন করেছিল, এই অনুশীলনটি করজাত খোপোলি রোডে অবস্থিত জলপ্রপাতের কাছে পলাসাদারি গ্রামের নিকটবর্তী জঙ্গলে করা হয়েছিল।
NCP leader Baba Siddique murder case | Police investigation revealed that before targeting Baba Siddique, the shooters had gone to a forest located on Karjat Khopoli Road and practised shooting. The accused had practised by shooting at a tree, this practice was done in the nearby…
— ANI (@ANI) October 22, 2024
প্রসঙ্গত, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা (অজিত পওয়ার ঘনিষ্ঠ) বাবা সিদ্দিকির খুনে এ বার তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। কর্তব্যে গাফিলতির দায়ে শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। তিনি থাকতেও কী ভাবে সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা, সেই প্রশ্ন উঠেছে। নিরাপত্তারক্ষী নিষ্ক্রিয় ছিলেন কি না, জল্পনা শুরু হয়েছে তা নিয়েও। মৃত্যুর ১৫ দিন আগে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তার পর তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেও কীভাবে তাঁকে খুন করা সম্ভব হল, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us