২০০৬ মুম্বই বিস্ফোরণ কাণ্ডে হাই কোর্টের রায় নিয়ে চাঞ্চল্য! সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ

২০০৬ সালে ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে বোম্বে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।

author-image
Tamalika Chakraborty
New Update
mumbai train blast s

নিজস্ব সংবাদদাতা: ২০০৬ সালের মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ মামলায় বম্বে হাইকোর্ট যে রায় দিয়ে ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করেছিল, সেই রায় বৃহস্পতিবার স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এই ১২ জনকে ফের গ্রেফতার করা হবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায়, বম্বে হাইকোর্টের এই রায়কে দেশের অন্য কোনো মামলায় "নজির" (precedent) হিসেবে ব্যবহার করা যাবে না। আদালতের কথায়, “যেহেতু অভিযুক্তরা ইতিমধ্যেই মুক্ত, তাই তাদের আবার জেলে ফেরানোর প্রশ্ন নেই। তবে আইনের দৃষ্টিকোণ থেকে আমরা এটুকু বলবো যে, এই রায়কে অন্য কোনো মামলায় নজির হিসেবে ধরা যাবে না। সেই কারণে রায়টির উপর আপাতত স্থগিতাদেশ দেওয়া হচ্ছে।”

এই রায় আসে মহারাষ্ট্র সরকারের আবেদনের প্রেক্ষিতে, যেখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। রাজ্য সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানান, বম্বে হাইকোর্টের রায় যদি বহাল থাকে, তবে তা মহারাষ্ট্র সংগঠিত অপরাধ দমন আইন (MCOCA)-এর অধীন অন্যান্য চলমান মামলার উপরও প্রভাব ফেলতে পারে।

1573657162supreme-court-of-india
ফাইল চিত্র

বুধবারই সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, "কারো খালাসের উপর স্থগিতাদেশ দেওয়া আইনত একেবারে বিরল ঘটনা—একেবারে ‘rarest of rare’।”

২০০৬ সালের ১১ জুলাই মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয় ১৮৯ জনের, আহত হন ৮২৪ জন। এই মামলায় মূল অভিযুক্ত ১৩ জনের মধ্যে ১২ জনকে হাইকোর্ট খালাস করে দেয় ২০২3 সালে।