হানিমুনে মৃত্যুফাঁদ? মেঘালয় ট্যুরে গিয়ে নিখোঁজ নতুন দম্পতি, পরিবার বলছে ‘এটা খুন’!

নিখোঁজের ১১ দিন পর রাজার দেহ উদ্ধার। স্ত্রী সোনম এখনও নিখোঁজ।

author-image
Tamalika Chakraborty
New Update
homeymoon couple murder

নিজস্ব সংবাদদাতা: ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী  ২৯) ও তার স্ত্রী সোনম ২৩ মে হানিমুনে মেঘালয়ের সোহরা (চেরাপুঞ্জি)-তে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁরা নিখোঁজ। ১১ দিন পর, সোমবার রাজার মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত সোনমের খোঁজ পাওয়া যায়নি।

রাজার দাদা, সচিন রঘুবংশী, অভিযোগ করেছেন এটা নিছক দুর্ঘটনা নয়, বরং খুন। তিনি এই ঘটনায় CBI তদন্তের দাবি করেন।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

তিনি বলেন, "আমার ভাইকে খুন করা হয়েছে। আমি সরকারের কাছে দাবি করছি CBI দিয়ে এই ঘটনার তদন্ত হোক।" সচিন আরও বলেন,"স্থানীয় হোটেল, রেঁস্তোরা কর্মী, গাইড আর বাইক ভাড়া দেওয়া লোকজনদের উপর আমার সন্দেহ আছে। এরা জড়িত থাকতে পারে।"

সোনমের খোঁজ না পাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন,"আমি আমার ভাইকে হারিয়েছি। কিন্তু আমি আমার বৌদিকে হারাতে চাই না। সরকার যেন যে কোনও মূল্যে ওঁকে খুঁজে বের করে। আমি প্রথম থেকেই বলে আসছি, আর্মির সাহায্য নিয়ে তল্লাশি চালানো হোক।"