/anm-bengali/media/media_files/2025/07/07/kangana-in-mandi-2025-07-07-00-34-21.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মান্ডিতে ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রবিবারের এই পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমার কাছে ত্রাণের জন্য কোনও অর্থ নেই, এমনকি আমার কোনও মন্ত্রিত্বও নেই।”
মান্ডি থেকে সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনা আরও বলেন, “আমাদের সাংসদদের কাজ সংসদে সীমাবদ্ধ থাকে। আমরা খুবই ছোট একটা অংশ গোটা ব্যবস্থার মধ্যে। কিন্তু আমি চেষ্টা করছি যাতে কেন্দ্র থেকে ত্রাণের জন্য অর্থ আনা যায়।”
বন্যা কবলিত অঞ্চলের মানুষ যখন চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন, তখন কঙ্গনার এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন—যদি একজন সাংসদের হাতেই কোনও ক্ষমতা না থাকে, তাহলে তিনি কীভাবে জনসেবার প্রতিশ্রুতি দিয়ে ভোটে দাঁড়ালেন?
অন্যদিকে কঙ্গনা আশ্বাস দিয়েছেন, যতটা সম্ভব তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে ত্রাণসাহায্য নিশ্চিত করার চেষ্টা করবেন। তাঁর দাবি, “আমি নিজে অর্থ বরাদ্দ করতে না পারলেও, মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব ও চেষ্টার কোনও অভাব রাখছি না।”
স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কঙ্গনা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার জন্য তিনি প্রয়াস চালিয়ে যাচ্ছেন এবং খুব দ্রুত যেন বন্যা দুর্গত এলাকার জন্য বিশেষ ত্রাণ প্যাকেজ ঘোষণা হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরবেন।