প্রবল ঝড়ে গাছ ভেঙে তিন শিশু সহ মায়ের মৃত্যু! এলাকা জুড়ে শোকের ছায়া

দিল্লিতে প্রবল ঝড়ে গাছ ভেঙে তিন শিশু সহ মায়ের মৃত্যু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
delhi storm

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালে প্রবল ঝড়ে দিল্লির দ্বারকায় খারখারি খাল গ্রামে খামারে নির্মিত একটি টিউবওয়েল ঘরে গাছ ভেঙে  পড়ে। ঘটনায় এক মহিলা ও  তাঁর তিন শিশুর মৃত্যু হয়েছে। ওই মহিলার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

dead body .jpg