আবহাওয়া দফতরের ভয়ঙ্কর পূর্বাভাস, পাহাড় থেকে সমতল—বিপদের সংকেত

সেপ্টেম্বরে আরও ভয়াবহ ভূমিধস ও মেঘ ভাঙা বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

author-image
Tamalika Chakraborty
New Update
Jammu landslide

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, হঠাৎ প্রবল বৃষ্টি থেকে পাহাড়ি রাজ্যগুলিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে যেকোনও সময় আকস্মিক বন্যা, ভূমিধস এমনকি মেঘভাঙার মতো ঘটনা ঘটতে পারে।

uttarakhand land slide

IMD জানিয়েছে, সেপ্টেম্বরে বৃষ্টির পরিমাণ দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় ১০৯ শতাংশেরও বেশি হতে পারে। এবছরের বর্ষা মৌসুম আগেই চরম আবহাওয়ার জন্য চর্চায় এসেছে, এবার আরও অস্বাভাবিক পরিস্থিতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

রবিবার এক অনলাইন সাংবাদিক বৈঠকে আবহাওয়া দফতরের প্রধান মৃৎ‌্যুঞ্জয় মহাপাত্র সতর্ক করে বলেন, ভারী বৃষ্টির ফলে উত্তরাখণ্ডে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এর প্রভাব নিচু অঞ্চল পর্যন্ত পৌঁছতে পারে, বিশেষত দিল্লি, দক্ষিণ হরিয়ানা এবং উত্তর রাজস্থানে। এছাড়াও তিনি সতর্ক করেন, ছত্তিশগড়ের মহানদী নদীর উজানে অতিবৃষ্টির কারণে বড় বিপদ দেখা দিতে পারে।