/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের শাহজাহানপুরে চাঞ্চল্যকর আত্মহত্যা মামলায় গ্রেফতার হলেন এক সুদখোর মহাজন। গত ২৭ আগস্ট এক ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় এই গ্রেফতার। অভিযুক্তের নাম শ্যাঙ্কি আনন্দ। রোববার তাকে পুলিশ আটক করে।
জানা গেছে, অভিযুক্ত বেআইনিভাবে ব্যবসায়ীকে ১২ শতাংশ সুদে টাকা ধার দিয়েছিল। শুধু তাই নয়, তদন্তে শ্যাঙ্কির মোবাইল থেকে ভয়ঙ্কর প্রমাণও পেয়েছে পুলিশ। ফোনে ব্যবসায়ীকে গালাগাল ও ৪৮ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার হুমকির অডিও রেকর্ডিং উদ্ধার হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
এমনকি মৃত ব্যবসায়ীর স্ত্রীকেও টাকা ফেরতের জন্য নানাভাবে হয়রানি করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী আরও কয়েকজন মহাজনের কাছ থেকেও মোটা সুদে টাকা ধার করেছিলেন।
শাহজাহানপুরে টানা কয়েকটি আত্মহত্যার ঘটনায় শহরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এক অন্য ব্যক্তি, যিনি কর্পোরেটরের হয়রানিতে আত্মঘাতী হয়েছিলেন বলে অভিযোগ, তিনিও একই দিনে প্রাণ হারান।
পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, অভিযুক্ত নিজেই অপরাধ স্বীকার করেছে এবং এখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us