New Update
/anm-bengali/media/media_files/adSOs64EDAmGIuJ2LcJa.jpg)
নিজস্ব সংবাদদাতা : ব্যাঙ্কে সকলেই টাকা রাখেন। নিজের সঞ্চয়ের অনেকটাই ব্যাঙ্কে রাখা হয়। কিন্তু ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে সেই অর্থ পাওয়া অনিশ্চত হয়ে পড়ে। এখনই জেনে নিন, ব্যাঙ্কে কত টাকা রাখা নিরাপদ। ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলেও সেই অর্থ আপনি পেয়ে যাবেন। ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অ্যাক্ট ১৯৬১-এর ধারা ১৬(১) অনুসারে ব্যাঙ্কে যে কোনও ফর্মে আপনার জমা দেওয়া অর্থের মাত্র পাঁচ লক্ষ টাকা গ্যারেন্টিযুক্ত।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us