/anm-bengali/media/media_files/6pYQPSIuz8RHZWnFnU9I.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : সামনেই লোকসভা নির্বাচন। মোদী সরকারকে গদিচ্যূত করার স্ট্র্যাটেজি নিয়ে গড়ে উঠেছে বিরোধীদের জোট, ইন্ডিয়া। আরএসএস প্রধানের ইন্ডিয়ার পাশে থাকা উচিত বলে মন্তব্য করলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন,"যদি ভিন্ন মতাদর্শ বহনকারী লোকেরা ইন্ডিয়া জোটে আসে এবং তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে তবে মোহন ভাগবতের (আরএসএস প্রধান) জাতি, গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাতে ভারত জোটকে সমর্থন করা উচিত।"
প্রসঙ্গত, আরএসএস বিজয়াদশমী উৎসবে ভাষণ দেওয়ার সময়, আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে। তিনি বলেন, "নির্বাচন আসছে। মনে রাখবেন ভোট দেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। প্রত্যেকেরই তা করা উচিত। শান্ত মনে চিন্তা করুন। কে ভাল এবং কে ভাল কাজ করেছে সে সম্পর্কে। ভারতের জনগণ সবকিছুই অনুভব করেছে। যারা সেরা তাদের ভোট দিন।" আর এই প্রেক্ষাপটেই শিবসেনা সাংসদের বক্তব্যটি সামনে আসে।
#WATCH | Mumbai: Shiv Sena (UBT) MP Sanjay Raut says, "...If people carrying different ideologies came into the INDIA alliance and they are trying to fight against dictatorship then Mohan Bhagwat (RSS Chief) should support INDIA alliance to save the nation, democracy and the… pic.twitter.com/AYzBetaH3U
— ANI (@ANI) October 24, 2023
/anm-bengali/media/post_attachments/lqmT3PNSnQ9Zq8mEJ5zz.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us